সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ আগামী ০৭ ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে রাজশাহীতে।
উক্ত প্রতিযোগীতার উপ-কমিটিতে স্থান পেয়েছেন কক্সবাজার মহেশখালী উপজেলার জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কায়সার লিটন। তাকে হকি (ছাত্র) ক্রেডেনশিয়াল ফলাফল সংগ্রহ করে কেন্দ্রে প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
কক্সবাজার মহেশখালী উপজেলার সন্তান জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার লিটন জাতীয় পর্যায়ের এ প্রতিযোগীতায় দায়িত্ব পাওয়ার খবর চাউর হলে তাঁর কর্মরত বিদ্যালয়ের সহকর্মী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ছাত্র ছাত্রী সহ স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে পেয়ে আসছেন উষ্ণ অভিনন্দন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করে এলাকার সম্মান রক্ষা করতে পারেন তারজন্য টিচার লিটন সকলের সহযোগীতা কামনা করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.