ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ের জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান প্রবেশকালে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে এ মাদকের চালানটি জব্দ করতে সক্ষম হন।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১.৫ কি. মি. দক্ষিণ দিকে জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের খবর পেয়ে সাবরাং বিওপির দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় টহল জোরদার করে। একটি টহলদল বেড়িবাঁধ আঁড় নিয়ে অবস্থান ও অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।
এসময় ভোর রাত ১ টার দিকে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ৪ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহখাল নামক এলাকায় নাফ নদীর কিনারায় নৌকা হতে কিছু বস্তা নামাতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা দ্রুত নৌকা নিয়ে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে দুই বস্তাভর্তি ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
টহলদল কর্তৃক উক্ত এলাকায় দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.