বিনোদন ডেস্ক:
‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। তবে গত দুই দশক ধরে মহেশের মনের রানি হয়ে আছেন নম্রতা শিরোদকর।
শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মহেশ। ১৯৯৯ সালে ‘রাজা কুমারাড়ু’ সিনেমায় নায়ক হিসেবে পর্দায় অভিষেক ঘটে। বক্স অফিসে সিনেমাটি হিট হয়। ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় এসে নম্রতার সঙ্গে মহেশের পরিচয়। ‘ভামসি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। আর এখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু। এরপর তা পরিণয় লাভ করে।
ব্যক্তিগত জীবনে যশ-খ্যাতির পাশাপাশি বহু অর্থের মালিক মহেশ বাবু। তার স্ত্রী নম্রতা অভিনয় ছেড়ে দিলেও বেশ সম্পদ রয়েছে। এ তারকা দম্পতি ঠিক কত টাকার মালিক?
সিয়াসাত ডটকম জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সম্পদশালী তারকা দম্পতি মহেশ বাবু ও নম্রতা শিরোদকর। মহেশ বাবুর মোট অর্থের পরিমাণ ২৭৩ কোটি রুপি। অন্যদিকে নম্রতা অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু হায়দরাবাদে ব্যবসা শুরু করেছেন। তার মোট অর্থের পরিমাণ ৫০ কোটি রুপি। এ তারকা দম্পতি মোট ৩২৩ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪২৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি) মালিক।
মহেশ বাবু ও নম্রতা দম্পতির ব্যয়বহুল বেশ কিছু সম্পদ ভারতের হায়দরাবাদসহ বিভিন্ন শহরে রয়েছে। হায়দরাবাদে জুবলি হিলসে বিলাসবহুল বাড়ি রয়েছে মহেশ-নম্রতার। এর মূল্য ২৮ কোটি রুপি। এ বাড়ি ছাড়াও একই এলাকায় এ দম্পতির আরো কয়েকটি বাড়ি রয়েছে। তা ছাড়া হায়দরাবাদে অবস্থিত এএমবি সিনেমাসের মালিকও মহেশ বাবু।
লাইফস্টাইল এশিয়া ও সিএনবিসির তথ্য অনুসারে, সম্প্রতি বেঙ্গালুরুতে বাড়ি কিনেছেন মহেশ বাবু-নম্রতা। তবে এ বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। খালিজ টাইমসের তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল বাড়ি কিনেছেন মহেশ বাবু। গত বছরের এপ্রিলে বাড়িটি কিনেন তিনি।
২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন মহেশ-নম্রতা। বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ২০০৬ সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান গৌতম কৃষ্ণা। ২০১২ সালে জন্ম নেয় এ দম্পতির কন্যা সিতারা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.