চট্টগ্রাম ব্যুরো:
গত ২৪ ঘণ্টায় ৭৪৪টি নমুনা পরীক্ষা করে নতুন ১২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৬২৯ জন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭টি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৮ জন, চমেক ল্যাবে ১৩ জন এবং সিভাসু ল্যাবে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
অন্যদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৩১ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগী মৃত্যুবরণ করেননি। এ নিয়ে চলতি মাসে ৭ দিন করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম।সংক্রমণের পরিমাণও কমছে। একদিনে নতুন শনাক্ত হয়েছেন ১২৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৩০ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.