খেলাধুলা ডেস্ক:
বিপিএলের গত আসরে ট্রফিসহ সব মিলিয়ে দেওয়া হয়েছিল ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার। এক নজরে দেখে নেয়া যাক কার ঝুলিতে উঠেছিল কোন পুরস্কার।
ফাইনালের ম্যাচসেরা:
৫২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করে ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন কুমিল্লার জনসন চার্লস। ক্যারিবীয় এই ব্যাটসম্যান পুরস্কার হিসেবে পান ৫ লাখ টাকা।
আসরের সেরা খেলোয়াড়:
১৫ ম্যাচে চারটি ফিফটিসহ ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে ৫১৬ রান করেন নাজমুল হোসেন শান্ত, যা আসরের সর্বোচ্চ। বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ রান পূর্ণ করে আসর সেরার পুরস্কার জেতেন সিলেটের বাঁহাতি এই ওপেনার। পুরস্কার হিসেবে পান ১০ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক:
সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কারণেই আসরের সেরা হন শান্ত। এটার পুরস্কার হিসেবে পান ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেটশিকারী:
সমান ১৭টি উইকেট করে পান কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। দুজনই জেতেন এ পুরস্কার। পান ৫ লাখ করে টাকা।
আসরের সেরা ফিল্ডার:
আসরের সেরা ফিল্ডার হন সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৪টি ডিসমিসাল করা মুশফিক জেতেন ৩ লাখ টাকা।
রানার্স আপ:
রানার্স আপ দলের আর্থিক পুরস্কারের পরিমাণ বেড়েছিল গতবার। ২০২২ আসরে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। সিলেট স্ট্রাইকার্স গতবার পায় এক কোটি টাকা।
চ্যাম্পিয়ন:
চ্যাম্পিয়ন প্রাইজমানিও দ্বিগুণ করা হয় গত আসরে। ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস আর্থিক পুরস্কার হিসেবে এক কোটি টাকা পেলেও গতবার তারা পায় ২ কোটি টাকা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.