আন্তর্জাতিক ডেস্ক:
আজ রোববার (৩ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন পিটিআইয়ের ওমর আইয়ুব।
পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে। খবর দ্যা ডন।
চার মামলায় জামিন পেলেন ইমরান খানচার মামলায় জামিন পেলেন ইমরান খান
গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন জমা দেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআই মহাসচিব ওমর আইয়ুব। যাচাই-বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
পাকিস্তানে এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সরাসরি অংশগ্রহণ করতে পারেনি। ফলে নির্বাচনে জয়ী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে ওই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন।
এদিকে এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে মুতাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবাই পিএমএল-এন-এর প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে শাহবাজ শরীফ যে আবারও সরকার প্রধান হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে আইয়ুবের প্রতি সমর্থন রয়েছে শুধু ইমরানের প্রার্থীদের।
ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করলেন ইলন মাস্কওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করলেন ইলন মাস্ক
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। যদি প্রধানমন্ত্রী পদে দুইয়ের অধিক প্রার্থী থাকেন এবং কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা (১৬৯ ভোট) পেতে ব্যর্থ হন; তবে আবারও ভোট নেয়া হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.