ভয়েস নিউজ ডেস্ক:
নানা নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শেহবাজ শরিফ। খবর জিও নিউজের।
রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন শেহবাজ শরিফ। আর প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আয়ুব পান ৯২ ভোট। ভোটগ্রহণ শেষে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত ঘোষণা করেন।
নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই সংসদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
গত ৮ ফেব্রুয়ারি নানা নাটকীয়তা ও সহিংসতার মধ্যদিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা ৯৩ আসনে জয় পায়। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।
গেলো মাসে একাধিকবার আলোচনায় বসার পর দেশটিতে জোট সরকার গঠনে চুক্তিতে পৌঁছায় নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়। এরই ধারাবাহিকতায় পিএমএল-এন এবং পিপিপি’র সমর্থনে প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ।
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। ৭২ বছর বয়সী শেহবাজ এর আগে গত বছরের আগস্ট পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পরে সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে।
চকো/জে
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.