বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে বলে জানয়েছেন ফায়ার সার্ভিস কতৃপক্ষ। এর আগে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ বিষয়ে বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদের চারটি ইউনিটের ১০টি গাড়ি কাজ করেছে। ফায়ার ফাইটাররা বেশ কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে এখনো পুরোপুরি নির্বাপণ কাজ শেষ হয়নি। আমরা কাজ করছি।প্রাথমিকভাবে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভয়েস/বিএম/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.