ধর্ম ডেস্ক:
প্রশ্ন : খতমে তারাবি চলাকালে বিদ্যুউৎ চলে যাওয়ায় অথবা অন্য কোনো কারণে সাউন্ড বক্সের আওয়াজ বন্ধ হয়ে যায়, যার কারণে দ্বিতীয়তলার মুসল্লি অথবা ইমাম থেকে দূরবর্তী বেশির ভাগ বা কিছু মুসল্লি তিলাওয়াত একেবারেই শুনতে পায় না। এ অবস্থায় তাদের খতম পরিপূর্ণ হবে কি না? অনুরূপভাবে নামাজে তন্দ্রা আসার কারণে যদি কিছু তিলাওয়াত শুনতে না পায় তাহলে তার খতম পূর্ণ হবে কি না?
উত্তর : খতম তারাবি চলাকালে বিদ্যুউৎ চলে যাওয়ার কারণে সাউন্ড বক্স বন্ধ থাকায় বা তন্দ্রা আসার কারণে কেউ তিলাওয়াতের কোনো অংশ শুনতে না পেলেও পরিপূর্ণ খতমের সওয়াব পেয়ে যাবে। (আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৬৮, নিজামুল ফাতাওয়া : ৫/৯৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৩৭)
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.