আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সরকার।
দলীয় নীতি ভঙ্গ এবং তাঁর কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাবে দলের পাশাপাশি দেশ ও তাঁর নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কমিউনিস্ট পার্টি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গাজায় ৭ দিনে শতাধিক ত্রাণকর্মী নিহত, ৩২ হাজার ছুঁই ছুঁই মৃত্যুর সংখ্যাগাজায় ৭ দিনে শতাধিক ত্রাণকর্মী নিহত, ৩২ হাজার ছুঁই ছুঁই মৃত্যুর সংখ্যা
তবে ধারণা করা হচ্ছে ভো ভ্যান থুং তার নিজ প্রদেশে একটি দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কারণে পদত্যাগ করেছেন।
দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হওয়া আরেক প্রেসিডেন্টের বদলে গত বছর তাকে নিয়োগ দেওয়া হয় ভিয়েতনামে।
বিবিসি বলছে, দলের নেতৃত্বতে দুর্নীতি বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে দেশটিতে। মাত্র এক বছরের মধ্যে দুইজন প্রেসিডেন্টের দুর্নীতি কেলেঙ্কারির কারণে পদত্যাগ দেখাচ্ছে যে, ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে সরকারি পর্যায়ের দুর্নীতি মোকাবেলা করা কঠিন হচ্ছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জন্য।
একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।
‘এ পদের জন্য আমি সেরা ব্যক্তি নই’‘এ পদের জন্য আমি সেরা ব্যক্তি নই’
বিবিসি জানিয়েছে, পূর্বের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকের মতো ভো ভ্যান থুংকেও তার নিজ প্রদেশে একটি দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অপরাধে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যদিও এ বিষয়টি গোপন রেখেছে ভিয়েতনামের সরকার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.