আন্তর্জাতিক ডেস্ক:
গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলের দেওয়া বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসকে দায়ী করেছে ইসরায়েল। প্রস্তাব পাসের বিষয়টি গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেছে তারা। বুধবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর অস্বাভাবিক দাবির কাছে আত্মসমর্পণ করবে না ইসরায়েল।
এর আগে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে হামাস। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের একেবারে নিজেদের ঘরে ফেরার দাবি জানায় হামাস।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যসহ পরিষদের ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে যুদ্ধবন্দিদের নিঃশর্তে মুক্তি ও জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানানো হয়েছে।
তারপরও গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলা ও স্থলভাগে লড়াই অব্যাহত রয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.