আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ভূখণ্ড গাজাতে প্রায় ছয়মাস ধরে টানা যুদ্ধে হামলার পাশাপাশি ত্রাণ সরবরাহের পথ অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে করে উপত্যকাটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষ।
বিশেষ করে সবচেয়ে শোচনীয় অবস্থা উত্তর গাজায়। সেখানে অনাহার এবং পানিশূন্যতায় বহু শিশু প্রাণ হারিয়েছে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় অনাহার এবং পানিশূন্যতায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।
উত্তর গাজার হাসপাতালগুলো ভরে যাচ্ছে অনাহারে অপুষ্টিতে ভোগা শিশুদের দিয়ে। ওষুধ স্বল্পতার মধ্যেও তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন গাজার উত্তরাঞ্চলের চিকিৎসকরা। কিন্তু সেখানকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিচ্ছেন তারা।
গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে সীমান্ত ক্রসিং খুলবে ইসরায়েলগাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে সীমান্ত ক্রসিং খুলবে ইসরায়েল
গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় একটি বা দুই পা-ই হারিয়েছে গাজার এক হাজার শিশু, জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট।
জাতিসংঘ বলছে, গাজায় ৫০ হাজারেরও বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে দুই হাজারের বেশি শিশু।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.