সংবাদ বিজ্ঞপ্তি
হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও মেয়র—কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে পর্যটন শহরের সামাজিক সংগঠন টেকপাড়া সোসাইটি। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় টেকপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহতি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘টেকপাড়াবাসী আমাকে সম্মানিত করেছে। তাই টেকপাড়াকে পরিকল্পিতভাবে সাজানো হবে। বর্ষা মৌসুমে দুর্ভোগ লাঘবে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। এখানে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে। তবে এ জন্য টেকপাড়া সোসাইটিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজার কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নে আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। এখানে সবার সুবিধার্থে ৫/৬ টি রাস্তা নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাও করা হবে। যা তদারকি ও সংরক্ষণে একটি কমিটি করে দেওয়া হবে। কমিটিতে নেতৃত্ব দেবে টেকপাড়ার মানুষ।’
টেকপাড়া সোসাইটির সভাপতি মো. জাহেদ উল্লাহ জাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র—৩ ইয়াছিন আক্তার ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ। সোসাইটির পক্ষ থেকে মেয়র মাহাবুবুর রহমান ও এই দুই কাউন্সিলরদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টেকপাড়া সোসাইটির উপদেষ্টা মমতাজুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, সৈয়দ আহমদ উজ্জ্বল ও মাসুদুর রহমান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টেকপাড়া সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলে। পরে মাঝে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন অতিথিরা।
এর আগে আগামী ২ বছরের জন্য টেকপাড়া সোসাইটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমানকে সভাপতি ও রিসাদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ—সভাপতি মোহাম্মদ আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কোষাধ্যক্ষ সাইফুল আলম। আগামী ৩ মাসের মধ্যে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.