আন্তর্জাতিক ডেস্ক:
মুরগির মাংস রান্না করেছেন স্ত্রী। কিন্তু তা পছন্দ হয়নি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের। তাই স্ত্রীকে বহুতল ভবনের জানালা দিয়ে ফেলে দেন স্বামী। ঘটনাটি পাকিস্তানের লাহোরের।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত ৯ মার্চ নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মরিয়মকে (ভুক্তভোগী) জানালা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার মূলহোতা স্বামী মোহাম্মদ জোবাইর ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
তার নির্দেশের পরপর মরিয়মের স্বামী মোহাম্মদ জোবাইর, শাশুড়ি সায়মা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি গলিতে হঠাৎ একজন নারী ভবনের ওপর থেকে রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই নারী। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। প্রতিবেশীরা জানান, প্রায়ই মরিয়মকে নির্যাতন করতেন তার স্বামী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.