ভয়েস প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তের বিওপি গুলি পরিদর্শন করেন।
বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকাল ১১ টার সময় তিনি নাইক্ষ্যংছড়িতে এসে পৌঁছান।
পৌঁছে তিনি প্রথমে ১১ বিজিবি'র ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে ১১ বিজিবি কার্যালয় পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১ টার সময় তিনি পাশ্ববর্তী দেশ মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রাণ রক্ষার্থে পালিয়ে আসা মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনীর সদস্যদের দেখতে যান। এই সময় মহাপরিচালক,নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ২৬১ জান্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন।
বেলা ১২ টার পরে তিনি ১১ বিজিবির অধিনস্থ চাকঢালা বিওপি ( বর্ডার অবজারবেশন পোস্ট) পরিদর্শনে করেন ।
এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর স্পট গুলোর খোঁজ খবর নেন এবং সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় নাইক্ষ্যংছড়ি বিজিবির অধিনায়ক এবং পাশ্ববর্তী রামু কক্সবাজারের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে ককসবাজারে ফিরে যান। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সকাল ৯ টার সময় ঢাকা থেকে বিমান যোগে ককসবাজার পৌঁছে গাড়ি যোগে নাইক্ষ্যংছড়িতে আসেন বলে জানা যায়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.