খেলাধুলা ডেস্ক:
বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ব্রুনো ফার্নান্দেস। পর্তুগিজ এই মিডফিল্ডার বলেছেন, আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বিষয়টি তিনি বিবেচনা করবেন। এই মুহূর্তে তার মনোযোগ কেবল আগামী ২৫ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনাল ও জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর দিকে।
স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন-এর সঙ্গে আলাপচারিতায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে নিজের ভাবনা তুলে ধরেন ২৯ বছর বয়সী ফার্নান্দেস।
এ বিষয়ে তিনি বলেন, 'এই মুহূর্তে অন্য কিছু আমার ভাবনায় নেই। বিষয়টি (ভবিষ্যৎ) শুধু আমার ওপর নির্ভর করে না। তাই যদি সত্য জানতে চান, সামনেও প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার ভাবনা আমার আছে কি-না, ইউরো পর্যন্ত এমন কিছু হবে না।'
আপাতত তার ভাবনায় কেবল এফএ কাপের ফাইনাল, 'আমরা এফএ কাপ জিতে মৌসুম শেষ করতে পারি। তারপর আমাদের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নশিপের (প্রিমিয়ার লিগ) শেষ অংশ, এফএ কাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে কিছুই আমার মনোযোগ সরিয়ে নিতে পারবে না। এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।'
ইউনাইটেডে ফার্নান্দেসের পঞ্চম মৌসুম এটি। ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান তিনি। তার মতে, ক্লাবেরও সেই চাওয়াটা থাকতে হবে, 'একজন খেলোয়াড় সবসময় এখানে থাকতে চায়, কিন্তু একই সঙ্গে ক্লাবেরও তাকে ধরে রাখার ইচ্ছা থাকতে হবে। এই মুহূর্তে আমি মনে করি, উভয় দিকেই সেই ভাবনা আছে।'
তিনি যোগ করেন, 'আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবছি না…অবশ্য যেমনটা আশা করেছিলাম, মৌসুমটি এখন পর্যন্ত তেমন কাটেনি, সেটা ব্যক্তিগতভাবে হোক কিংবা দলীয়ভাবে।'
গত মার্চে ফের্নান্দেস বলেছিলেন, তিনি ইউনাইটেডের নতুন মালিকপক্ষের সঙ্গে দেখা করেছেন এবং তাদের বলেছেন, ক্লাবে থাকতে চান। ইউনাইটেডে তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। যদিও অপ্রাপ্তির হাহাকার শোনা গেল তার কণ্ঠে, 'আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আমি জিততে চাই।'
২০২০ সালের জানুয়ারিতে স্পোর্টিং সিপি থেকে ইউনাইটেডে যোগ দিয়ে এখন পর্যন্ত স্রেফ একটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ফের্নান্দেস, গত বছর লিগ কাপ।এই মৌসুমে ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে ১৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.