আন্তর্জাতিক ডেস্ক:
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের হামলা পরিচালনা না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১৩টি দেশ। এসব দেশগুলো ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত।
স্বাক্ষরকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইইউ সদস্য দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।
এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ পাতার একটি চিঠিতে স্বাক্ষর করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলে দিয়েছেন। এই চিঠি জনসম্মুখেও প্রকাশ করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
চিঠিতে বলা হয়েছে- ‘আমরা রাফায় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’
এছাড়া চিঠিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ত্রাণ সরবরাহ–সুবিধা উন্নত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘আমরা ইসরায়েল সরকারকে রাফাসহ সব প্রাসঙ্গিক ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার অনুরোধ করছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই চিঠিতে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবশ্যই গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সেখানে বিধ্বংসী মানবিক সংকট মোকাবিলার উপায় খুঁজতে খোঁজার পরামর্শ দিয়েছে।
এছাড়া মন্ত্রীদের পক্ষ থেকে টেকসই যুদ্ধবিরতির আবেদনের পাশাপাশি বেসামরিক নাগরিক, আন্তর্জাতিক এবং স্থানীয় মানবিক সহায়তাকর্মী ও সাংবাদিকদের সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
গাজায় হামলার পর থেকে প্রায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আশ্রয় নেয়। কিন্তু এখানেও তীব্র হামলা ও অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ অভিযানের ফলে প্রাণ বাঁচাতে ইতিমধ্যে ৬ লাখের বেশি মানুষ রাফাহ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.