পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডটকমে’র চট্টগ্রাম ব্যুরো প্রধান বশির আল মামুন চকরিয়াসহ কক্সবাজার ও চট্টগ্রামবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হল ঈদুল আজহা । বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালন করা হয় পবিত্র উৎসব ঈদুল আজহা। ইসলামী রীতি অনুযায়ী ত্যাগের মহিমায় মুসলমানরা এই উৎসবে পশু কোরবানি দিয়ে থাকে। কিন্তু করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারণে আজ পুরো বিশ্ব থমকে গেছে। ঈদের আনন্দে এসেছে মলিনতা। তার উপর আবার দেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে। এ কারণে এবারে অনেকে নিজের মত করে ঈদুল আজহা’র উৎযাপন করতে পারবে না। এমনই সংকটময় পরিস্থিতিতে ধৈর্য্যধারণ করে সামনের দিকে এগুতে হবে। শত দু:খের মাঝেও ঈদে পরিবার পরিজন নিয়ে সময় কাটান এই প্রত্যাশা আমার। আর সবাইকে সবাই’কে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক। । এই কঠিন পরিস্থিতিতে যেন সবাই মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করতে পারি। ঘরে থেকেই ঈদের আনন্দ উৎযাপন করুন।
দোয়া করি আল্লাহর অশেষ মেহেরবানীতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ঘরে থাকুন নিরাপদে থাকুন ও সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরে বাহিরে না যাই, ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এবং সরকারি সকল নিয়ম কানুন মেনে চলুন, সামাজিক দুরত্ব বর্জায় রাখুন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা কামনা করছি আপনাদের’কে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.