আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্রাম, ধসের কারণে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরে অবস্থিত এনগা রাজ্যে ভূমিধসের এ ঘটনায় কয়েকশ ঘরবাড়ি চাপা পড়ে। সে সময় বেশির ভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এনগা প্রদেশের সাংসদ আমোস আকেম জানান, "ভূমিধসে ৩০০ জনেরও বেশি মানুষ এবং ১১৮২টি বাড়ি চাপা পড়েছে।"
এদিকে রাজ্যের গভর্নর পিটার ইপাটাসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, ছয়টির বেশি গ্রামে ভূমিধস হয়েছে। এতে মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াম্বালি গ্রাম।
চিকিৎসা দল, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গ্রামগুলোর সাথে সংযোগকারী রাস্তাও ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর একমাত্র উপায় এখন হেলিকপ্টার।
পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বর্তীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন এএফপিকে জানান, ভূমিধসের জায়গাটি প্রত্যন্ত গ্রামে। সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে।
ভূমিধসের কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। এছাড়া ওই এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া যায়নি। তবে সেখানে সোনার খনি আছে। মানুষ গ্রামসংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোঁড়াখুঁড়ি করে থাকতে পারে। এ ছাড়া আরেকটি কারণ হতে পারে ভারী বৃষ্টি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.