বশির আল মামুন, চট্টগ্রাম:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম)। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
জানগেছে ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার সৃষ্ট জটিলতায় ভুগছিলেন। রোববার (২ আগস্ট) করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালের কোভিড আইসিইউতে ভর্তি হয়েছিলেন।।
ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন। অর্থোপেডিক সার্জন হিসেবে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। বিএমএ সূত্রে জানা গেছে, এ নিয়ে চট্টগ্রামে ১২ জন চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করলেন। এছাড়া প্রায় তিন শ চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.