ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে দ্রুতগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপের (নং- চট্টমেট্রো ন ১১-৭০৭০) ধাক্কায় মো. মফিজ উদ্দিন (৪৮) নামে এক প্রতিবন্ধী অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট সাতবাড়ীয়া-বৈলতলী-বরমা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মফিজ উদ্দিন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া হাজীরপাড়া আলী কেন্দ্রবাড়ি এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম টিপু জানান, সোমবার রাতে নিহত প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. মফিজ উদ্দিন সাতবাড়িয়া থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট প্রধান সড়কে উঠার সময় দোহাজারীগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মিনি পিকআপের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে কোনো কিছু পাওয়া যায়নি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.