ভয়েস প্রতিবেদক:
সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটিতে (১০ থেকে ১৩ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি সাতটি যাত্রীবাহী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সংক্রান্ত শিডিউল প্রকাশ করা হয়েছে।
রেলওয়ের সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন সরকারি ছুটি হচ্ছে এবার। শীতের আগমুহূর্তে এই সময়ে কক্সবাজারে পর্যটকের ভিড় হয়ে থাকে। সেকারণে ১০ থেকে ১৩ অক্টোবর ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বিবেচনায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, ট্রেন ১০ অক্টোবর রাত ১১টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ১১ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। আবার ১১ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে ট্রেন। এভাবে ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করবে ট্রেন। রাতে কক্সবাজারগামী বিশেষ ট্রেনে ৫১৮টি এবং দিনে ঢাকামুখী ট্রেনে ৬৩৪টি আসন থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানন, দুর্গাপূজার সময় টানা তিনদিন ছুটি হওয়ায় যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার রুটে সাতটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.