ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী মাতারবাড়িতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা আবু সালেহ'র বাসায় অভিযান পরিচালনা করেছে, যৌথ বাহিনী।
১৪ই অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ির মগডেইল এলাকায় আবু সালেহ'র বাসায় যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বাড়িটিতে থাকা বিভিন্ন রুমে তল্লাশী করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল পাওয়া যায়। যার মধ্যে রয়েছে জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপক যন্ত্র, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার মেশিন, পানির পাইপ, ফ্যান, গ্রিজার, রিবল্ভিং চেয়ার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, এ্যাংগেল বার ও ট্রান্স- ফর্মার।
যৌথ বাহিনীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, মালামাল গুলো মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে একটি চোর চক্র আবু সালেহ'র বাসায় নিয়ে আসে।সংবাদ পেয়ে যৌথ বাহিনী ঐবাসায় অভিযান পরিচালনা করে, মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত মালামাল গুলো পরবর্তী কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.