ভয়েস প্রতিবেদক:
কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর এলাকায় মাটির নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমাম মাহদীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর রাতে তাবলরচর এলাকার একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা ১ টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসাইন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.