ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী কার্গোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের সাধনপুর ইউনিয়নের নতুন দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার মহেশখালীর হোয়ানকের পানির ছড়া এলাকার প্রবাসী নুরুল ইসলামের (টুনু) ছেলে ওয়াসিফ রায়হান (১৮) ও অপরজন একই উপজেলার কালারমার ছড়ার ইউনিয়নের উত্তর নলবিলা বড়ুয়া পাড়ার মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)।
এছাড়াও আহত হয়েছেন নিহত রশ্মি বড়ুয়ার মা প্রিয়ন্তি বড়ুয়া (২৩), হোয়ানকের সাবেক ইউপি গোলাম কুদ্দুস (৬৮) ও অটোরিকশা চালক মো. জাবের (১৯)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশা যোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশার সঙ্গে গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২জন নিহত হন।
দুজনের নিহতের বিষয় বিষয়টি নিশ্চিত করে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চমেকে পাঠিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.