মুফতি মাহবুব হাসান:
সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পরিপূর্ণ মানবীয় বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তার জীবনেও ছিল হাসি-কান্না ও আনন্দ-বেদনার অনুভূতি। তিনিও বিভিন্ন সময় কান্না করেছেন। অবশ্য তিনি অনুচ্চ স্বরে কান্না করতেন। কখনো উচ্চ আওয়াজে কান্না করতেন না। প্রায় সময় তিনি আল্লাহর দরবারে প্রার্থনারত অবস্থায় কান্না করতেন।
রাসুল (সা.)-এর কোনো এক কন্যা মুমূর্ষু অবস্থায় উপনীত হলে তিনি তাকে স্বীয় কোলে উঠিয়ে নেন। তখন রাসুল (সা.)-এর সামনেই তার মৃত্যু হয়। রাসুল (সা.)-এর দাসী উম্মে আইমান তখন উচ্চৈঃস্বরে কাঁদতে থাকেন। রাসুল (সা.) তাকে বললেন, তুমি আল্লাহর নবীর সামনে এভাবে উচ্চৈঃস্বরে কাঁদছ? উম্মে আইমান বললেন, হে আল্লাহর রাসুল! আপানাকেও তো কাঁদতে দেখছি। রাসুল (সা.) বললেন, এটা ওই নিষিদ্ধ কান্না নয়। এটা আল্লাহর রহমত। (শামায়েলে তিরমিজি)
হজরত আবদুল্লাহ ইবন সিখখির (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)-এর খেদমতে উপস্থিত হলাম। তখন তিনি নামাজরত ছিলেন। জ¦লন্ত চুলার পানি ভরা পাত্র থেকে যেরূপ আওয়াজ আসে তার বক্ষদেশ থেকে সেরূপ আওয়াজ আসছিল।’ (শামায়েলে তিরমিজি)
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.