প্রেস বিজ্ঞপ্তি:
কর্ণফুলী ফিশ মিল লিমিটেড (কেএফএল) ও প্রকল্প সোনাপাহাড়ের উদ্যোগে কক্সবাজার কলাতলী সৈকত মোড় থেকে সুগন্ধা সৈকত পর্যন্ত ‘সুনীল জল নির্মল বায়ু, সবুজ প্রকৃতি নিরোগ পরমায়ু’ শীর্ষক পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পদযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে কেএফএল ও সোনাপাহাড়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শতাধিক অংশগ্রহণকারী সৈকতে আসা পর্যটকদের মাঝে পরিবেশ সংরক্ষণের নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিলি করেন। তারা নানা প্লেকার্ডের মাধ্যমে কেন সৈকত ও সমুদ্রের পরিবেশ রক্ষা করা উচিত সেই বার্তা দেন।
পদযাত্রায় অংশ নেন- কেএফএলের চেয়ারম্যান নাসরাত আলী খান, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, পরামর্শক মাহবুব আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, ব্যবসায়ী ফরিদ আহম্মদ, কেএফএলের ব্যবস্থাপক (অপারেশন) পুলক পাল ও প্রশাসনিক নির্বাহী সালসাবীল রাবেয়া। পদযাত্রা শেষে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.