ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে জেলা জজ আদালত কৃর্তক জামিন দেয়ার প্রতিবাদে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সম্ময়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে এসময় এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা আগামীলীগ নেতা রাশেদের জামিন আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল করার জন্য জেলা জজ এর প্রতি আহবান জানান। অন্যথায় আদালত ঘেরাও লাগাতার কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। এসময় জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।আদালত ঘেরাও কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৫দফা দাবি দেন।
গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা জজ আদালত আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে হত্যা নাশকতা সহ তিনটি মামলায় জামিন দেয়।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.