ভয়েস প্রতিবেদক:
টেকনাফে পাচারকারীসহ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র k-9 ইউনিটের ‘ডগ মেঘলা’।
ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফের ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের নুর বাসারের ছেলে মো. ওমর ফারুক (১৮), যার এফসিএন নম্বর-২৫৬৭১২।
বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহীউদ্দীন আহমেদ।
তিনি জানান, সোমবার (২৮ অক্টোবর) টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পেয়ে হৃীলা ইউনিয়নের দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি নজরদারি বাড়ানো হয়।
এসময় সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস (পায়রা পরিবহন) চেকপোস্টে পৌঁছলে তল্লাশির জন্য থামানো হয়। পরে বিজিবি K-9 ইউনিটের সিপাহী ডগ মেঘলা এবং তার ইউনিটের সদস্যরা উক্ত বাসটি তল্লাশি শুরু করলে ডগ মেঘলা একজন যাত্রীর শরীর এবং তার কাছে রাখা ব্যাগে ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে।
পরবর্তীতে ওই যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দিয়ে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির এক পর্যায়ে ওই যাত্রীর নিকট রাখা ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার মোবাইল ফোনটিও জব্দ করে।
আটককৃত পাচারকারীকে ইয়াবা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.