ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হল, টেকনাফ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।
রহমত উল্লাহ বলেন, সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিড বোট করে সংঘবদ্ধ অপরাধীচক্রের কিছু সদস্যরা অস্ত্রের চালান নিয়ে আসছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি স্পিড বোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছালে তল্লাশি করা হয়। এতে বোটে পাশাপাশি সিটে বসা দুজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভেতর দেশিয় তৈরি বিভিন্ন আকারের চারটি বন্দুক পাওয়া যায়।
পুলিশ সুপার বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালী থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.