ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
১০ বছর আগের কক্সবাজারের পেকুয়ায় গাড়ি পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৫জনকে খালাস দিয়েছে আদালত।
বুধবার (৩০অক্টোবর) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন আতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালত।
তাদের আইনজীবী এস এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৫ সালে পেকুয়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক পেকুয়া থানার একটি মামলায় দীর্ঘ ১০বছর পর খালাস পেয়েছেন বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ ৩৫জন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল।
পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ ৩৫জনের নামে মামলা দায়ের করেছিল। সেই মামলায় সব আসামী খালাস হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করে উপজেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের অভিনন্দন জানান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.