বিনোদন ডেস্ক:
বলিউড বাদশাহ শাহরুখ খান কাগজ-কলমে ৫৯ বছর পূর্ণ করেছেন শনিবার (২ নভেম্বর)। এ উপলক্ষে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে খোলামেলা আড্ডায় মেতে উঠেন। কেক কেটে উদযাপনও করেন। একইসঙ্গে নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়েও চাঞ্চল্যকর কথা বলেন এ অভিনেতা।
বলিউডের এ তারকার অধিকাংশ ভক্তই তার ধূমপানের অভ্যাসের কথা জানেন। তাকে ‘চেইন স্মোকার’ও বলা যায়। তবে এবার ভক্তদের আয়োজনে অংশ নিয়ে জানালেন, ধূমপান ছেড়ে দিয়েছেন তিনি। যা শুনে হতবাক সবাই।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখ খান মঞ্চে দাঁড়িয়ে কথা প্রসঙ্গে বলেন, একটি ভালো খবর আছে। আমি আর ধূমপান করছি না। তার এ কথা শোনার পর অবাক হন উপস্থাপক। আর সঙ্গে সঙ্গে কড়তালিতে ভরে যায় অডিটোরিয়াম।
দীর্ঘদিনের এই অভ্যাস বাদ দেয়ার পর এখন কেমন অনুভব হচ্ছে, সেটিও জানিয়েছেন এ অভিনেতা। জানান, তিনি আশা করেছিলেন হাঁপিয়ে উঠার সমস্যা কমবে। তবে এখনো ধূমপানের প্রভাব বুঝতে পারেন।
এক নজরে আজকের দেশ রূপান্তর (৪ নভেম্বর)এক নজরে আজকের দেশ রূপান্তর (৪ নভেম্বর)
এ সময় মঞ্চের সামনে থাকা অনুরাগীদের উদ্দেশে বলেন, আমি ভেবেছিলাম যে আগের মতো শ্বাসের সমস্যা হবে না। কিন্তু এখনো সেই প্রভাব বুঝতে পারি। অর্থাৎ, ধূমপান ছাড়লেও এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেননি। আর এটাও ঠিক হয়ে যাবে বিশ্বাস রেখে বলেন, ইনশাআল্লাহ সেটাও ঠিক হয়ে যাবে।
এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান স্বীকার করেছিলেন যে, তার সিগারেট ও ক্যাফেইন গ্রহণের অভ্যাস রয়েছে। ২০১১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি দিনে প্রায় ১০০টি সিগারেট পান করি। আর খাবার খেতে ভুলে যাই। আমি পানি পান করি না। দিনে প্রায় ৩০ কাপ ব্ল্যাক কফি পান করি। আর হ্যাঁ, আমার কিন্তু সিক্স প্যাক আছে। এছাড়াও মজা করে তিনি বলেছিলেন, আমি নিজের যত কম খেয়াল রাখি, ততই খেয়াল রাখা হয় আমার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.