টেকনাফ প্রতিবেদক:
টেকনাফের হোয়াইক্যংয়ে দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে।
রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। পরে নিহতের স্বজনরা অপরপক্ষের ঘরে আগুন দেন। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা অনেক আতঙ্কে আছি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বভাবিক রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.