প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাঃ জীবন ও কর্ম শীষক আলোচনা সভা ২০ নভেম্বও ২০২৪ সকাল ১০.০০টায় ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপ—পরিচালক ফাহমিদা বেগম এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক নিজামী।
আলোচনায় বক্তাগণ জীবনের সর্বত্র হযরত ফাতেমা রাঃ এর জীবনাদর্শ অনুসরনের জন্য উপস্থিত মহিলাদেও প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সরকারি যাকাত ফান্ড সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২—২৩ অর্থ বছরে কোর্স সমাপ্তকারী ৬০ জন মহিলার অনুকূলে জনপ্রতি ২০০০/— করে ১২০০০০/— (এক লক্ষ বিশ হাজার) টাকা বিতরন করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.