খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মুদ্রার দুই পিঠই দেখা গেল। আগে ব্যাট করে নাইজেরিয়া টি-টোয়েন্টি ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান তোলে। জবাব দিনে নেমে মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।
আইভরি কোস্টের ১০ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই শূন্য রানে বিদায় নেন। সর্বোচ্চ ইনিংস ৪ রানের। নাইজেরিয়ার সেলিম সালাউ ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান করেন।
এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব ম্যান ১০ রানে অলআউটের রেকর্ডটি গড়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়াও।
তিন মাসেও খোঁজ মেলেনি কিংবদন্তি গোলরক্ষক মহসিনেরতিন মাসেও খোঁজ মেলেনি কিংবদন্তি গোলরক্ষক মহসিনের
আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুত রেকর্ড হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.