ভয়েস প্রতিবেদক , মহেশখালী
মহেশখালীতে পুলিশের সাড়াশি অভিযানে বেশ কয়েকজন দাগী আসামীকে গ্রেফতার করা হয়েছে।প্রতিদিনের মত এই অভিযান অব্যাহত রেখেছে, মহেশখালী থানা পুলিশ।
২৫নভেম্বর গভীর রাতে মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিনের দিক নির্দেশনায়, মহেশখালী থানার অভিযানিক টিম থানায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি জিআর ও ৬টি সিআর পরোয়ানা ভুক্ত মোট ১১জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জিআর ০৭ টি পরোয়ানা ভুক্ত আসামী। শামসুল আলম, পিতা- বকসু মিয়া,
জিআর পরোয়ানা ০২টি। সাং- ফকিরাঘোনা, নোনাছড়ি, ইউপি-কালামারছড়া, থানা- মহেশখালী, মোহাম্মদ উল্লাহ, পিতা- মোঃ আলী, সাং- আধারঘোনা, ইউপি-কালামারছড়া, থানা- মহেশখালী,এরশাদ উল্লাহ(৩৫), পিতা- মৃত নেছার, মোঃ সোনা মিয়া(৫৭), পিতা- আবু শামা, (০২টি জিআর পরোয়ানা ভুক্ত), উভয় সাং - তাজিয়া কাটা, কুতুবজুম ইউপি, থানা- মহেশখালী,জাফর আলম, পিতা- মৃত বশির আহমদ, সাং- মুন্সিডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, সি আর পরোয়ানা ভুক্ত আসামী।মাসুকা বেগম, স্বামী - ফরিদুল আলম,রাহেনা বেগম, স্বামী- জাফর আলম,জাফর আলম, পিতা- মৃত বাচা মিয়া,ফরিদুল আলম, পিতা- মৃত বাচা মিয়া, সোলাইমান, পিতা- মৃত ঠান্ডামিয়া,জমির উদ্দিন প্রঃ কালা বাশি, পিতা- মৃত ঠান্ডামিয়া।সর্বসাং- মুন্সির ডেইল, বড় মহেশখালী ইউপি, থানা- মহেশখালী, জেলা-কক্সবাজার।
মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.