ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় দলের ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জন করোনা আক্রান্ত হওয়া প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব শুরুর আগেই হয়তো আক্রান্ত ফুটবলাররা সুস্থ হয়ে মাঠে ফিরবেন। কিন্তু একসঙ্গে এত ফুটবলারের আক্রান্তের খবরটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়ায় বাছাইপর্বের ভেন্যু বাতিলের একটা গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল অঙ্গনে। তা সত্য হলে দেশের মাটিতে বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলা হবে না জামাল ভুঁইয়াদের। দল, দেশ ও দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি বিবেচনায় একটি একক ভেন্যুতে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিফা তাদের ওয়েবসাইটে বাছাইপর্বে একটা প্রস্তাবিত সূচি প্রকাশ করলেও ভেন্যুগুলো চূড়ান্ত করেনি। সে অনুযায়ী ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তাদের পঞ্চম ম্যাচটি খেলার কথা। ১৩ অক্টোবর দোহায় স্বাগতিক কাতারের মোকাবিলা করবে বাংলাদেশ। আর নভেম্বরে ভারত ও ওমান আসবে বাংলাদেশে খেলতে। আফগানিস্তানের সঙ্গে সিলেটে ম্যাচ খেলার পাঁচ দিন পর বাংলাদেশকে দোহায় খেলতে হবে কাতারের বিপক্ষে। করোনাঝুঁকির শীর্ষ দশে থাকা বাংলাদেশকে সেখানে খেলার অনুমতি দেবে কিনা কাতার এ নিয়ে প্রশ্ন আছে।
কেন্দ্রীয় ভেন্যুর সম্ভাবনাটা বাড়ছে আরও কয়েকটি কারণে। বাংলাদেশের মতো ভারতের করোনা পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাই ভারতেরও ম্যাচ আয়োজন নিয়ে সংশয় আছে। রাজনৈতিক কারণে গ্রুপের আরেক দল আফগানিস্তান আগে থেকেই নিজ দেশে ম্যাচ আয়োজন করতে পারছে না। এদের তুলনায় কাতার ও ওমানের পরিস্থিতি অনেকটাই ভালো। কাতার এর মধ্যেই স্থগিত হওয়া কাতার স্টারস লিগ শুরু করে দিয়েছে। ওমান দু’তিন সপ্তাহের মধ্যে লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দেশ দুটির যে কোনো একটিতে কেন্দ্রীয় ভেন্যু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এএফসিও কেন্দ্রীয় ভেন্যুর ধারণাটাকে ইতিবাচকভাবে নিয়েছে। ইতিমধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের খেলা কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য ফিফা বা এএফসির কাছ থেকে এখনো এ সংক্রান্ত কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি।
এদিকে বাফুফে কর্তারা অপেক্ষায় আছেন গতকাল হওয়া ফুটবলারদের পুনরায় কভিড পরীক্ষার ফলের। কাল দুটি পৃথক প্রতিষ্ঠান আইসিডিডিআর’বি ও প্রাভা হেলথ কেয়ারের কর্মীরা গাজীপুরের সারাহ রিসোর্টে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ফুটবলারদের। যার ফল আসবে আজ-কালের মধ্যে। এরপর বাফুফে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ভেন্যু বাতিলের শঙ্কা নিয়ে সোহাগ বলেন, ‘আমরা ফিফাকে তাদের নির্দেশনাগুলো মেনে ম্যাচ আয়োজনের নিশ্চয়তা দিয়েছি। সরকারের অনুমতি নিয়ে আমরা ক্যাম্প শুরু করেছি। ম্যাচও তাদের অনুমতি নিয়ে আয়োজন করব। সুতরাং ভেন্যু বাতিলের কোনো আশঙ্কা করছি না। তারপরও ফিফার যে কোনো সিদ্ধান্তই আমরা মেনে নেব। কোনো কেন্দ্রীয় ভেন্যুতে গিয়ে খেলার সিদ্ধান্ত হলে তা তো অবশ্যই মানতে হবে। তবে এখন পর্যন্ত ওরকম কোনো কথা আমরা কোনো পক্ষ থেকেই শুনিনি।’ সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.