ভয়েস প্রতিবেদক:
এক লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় এক আসামীকে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর কারাদন্ড, একইসাথে এক লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর কারাদন্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ বুধবার (২৭ নভেম্বর) এ রায় প্রদান করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলেন-কক্সবাজারের ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কাঞ্চনমালা গ্রামের আবদুল হাফেজের পুত্র হাফেজ আহমদ (৩০)। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ রিদুয়ানুল হক মামলাটি পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০২১ সালের ৯ জানুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-বাইশারী সড়কে রেনুর ছড়া ব্রীজের কাছে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি সিএনজি আটক করে। পরে সিএনজি চালক হাফেজ আহমদ এর স্বীকারোক্তি মতে তার সীটের নীচে তল্লাশী করে এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজহারুল ইসলাম বাদী হয়ে সিএনজি চালক হাফেজ আহমদকে আসামী করে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার রামু থানা মামলা নম্বর : ০৭, তারিখ : ০৯/০১/২০২১ ইংরেজি, জিআর মামলা নম্বর : ০৭/২০২১ ইংরেজি (রামু) এবং এসটি মামলা নম্বর : ১২০৭/২০২২ ইংরেজি।
বিচার ও রায় :
২০২২ সালের ২৫ আগস্ট কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির চার্জ (অভিযোগ) গঠন করে বিচার কাজ শুরু হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, আসামীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করে মামলাটি বিচারের জন্য বুধবার দিন ধার্য্য করা হয়।
ধার্য্য দিনে কক্সবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (গ) আসামী হাফেজ আহমদকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর করে কারাদন্ড, একইসাথে এক লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর কারাদন্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে দন্ডিত আসামী হাফেজ আহমদ কে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন জানিয়েছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.