মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুইজনসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো- ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সিপাহী পাড়া গ্রামের বাসিন্দ নুরুল হকের ছেলে ছালামত উল্লাহ (৩০), কুতুবজোমের মৃত আব্দু জলিলের ছেলে নেজাম উদ্দিন (৪০), আনছারুল করিম (২৮), আবু বক্কর (৩০), ছদর আমিন (৪০) ও আলমগীর হোসেন (৩৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.