ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও শিশু সহ ৫জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে সিএনজি চালক মনিরুল মান্নান, চট্টগ্রাম হাটহাজারী এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শারমিন এবং তার ৬ মাসের শিশু সন্তান জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন- পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু সহ ৫ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ৫ নিহত হয়, ঘটনাস্থলে থেকে ডাম্পামটি জব্দ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.