বিনোদন ডেস্ক:
শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ করে দারুণ সাফল্য পেয়েছেন অ্যাটলি। তিনি মজেছেন এখন বলিউডে। বরুণ ধাওয়ানকে নিয়ে দক্ষিণ ভারতের এই নির্মাতা বানিয়েছেন এবার ‘বেবি জন’। ছবিটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সদ্য বিয়ে করে আলোচনায় আসা কীর্তি সুরেশকে। এটিই তাদের জুটির প্রথম সিনেমা। অ্যাটলির পরিচালনাতেও দুজনের এটি প্রথম সিনেমা।
সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। তার আগে গান-টিজার প্রকাশ করে দর্শকের নজর কেড়েছে ছবিটি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানও বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দিতে প্রস্তুত। জানা গেল, এটি প্রায় ৩ হাজার স্ক্রিনে মুক্তি পাবে।
বরুণ ধাওয়ান, অ্যাটলি কুমারসহ ‘বেবি জন’ ছবির টিমের কয়েকজন ১৬ ডিসেম্বর পিংকভিলায় একটি এক্সক্লুসিভ মাস্টারক্লাসে অংশগ্রহণ করেন। সেখানে তারা সিনেমাটির মুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনাতেই তারা জানান, ৩,০০০ স্ক্রিনে মুক্তি পাবে ‘বেবি জন’।
সিনেমাটির স্ক্রিন সংখ্যা বেশ ভালো হলেও আলোচ্য বিষয় হলো এটি প্রতিদিন কতটি শো পাবে। বেবি জন সিনেমার জন্য শো সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ‘পুষ্পা ২’ এখনও জনপ্রিয় এবং ‘ভানবাস’ ও ‘মুফাসা’র মতো নতুন সিনেমাও শোয়ের জন্য প্রতিযোগিতা করবে। তাই ‘বেবি জন’র ডিস্ট্রিবিউটরদের এই সিনেমার জন্য যথাযথ শো পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
তবে ‘বেবি জন’ অভিনেতা বরুণ ও এর টিমের সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা মনে করছেন ছবিটি দর্শক দেখে মজা পাবেন। তাই তাদের শো এগিয়েই থাকবে। অ্যাটলি বলেন, ‘সিনেমাটিতে এমন অনেক মুহূর্ত আছে যা দর্শককে মুগ্ধ করে রাখবে।’
বরুণ-কীর্তি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং সান্যা মালহোত্রা। সালমান খানের ক্যামিও চরিত্রে হাজির হওয়ার খবরটিও এ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.