বিনোদন ডেস্ক:
ইংরেজি গান গেয়ে পরিচিতি পেয়েছেন জেফার রহমান। ২০১১ থেকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে দেখা যায় সেসব গান। সেখান থেকেই মঞ্চ। সম্প্রতি গায়িকা থেকে হয়েছেন নায়িকা। নতুন বছরে কী করবেন তিনি? গান ও ক্যারিয়ার নিয়ে জেফার রহমান জানালেন সোজাসাপ্টা কথা। নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছেন জেফার। সম্প্রতি কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন এই সংগীতশিল্পী। শ্রোতারা দাবি তুলেছেন তিনি রেকর্ডিং গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।
এ বিষয়ে অবশ্য ব্যাখ্যা রয়েছে তার। বললেন, ‘সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে, আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কী রকম গান করি তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।’
জেফার বিষয়টিকে আরও স্বচ্ছ করতেই বললেন, ‘আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে’। আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়, কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে, আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিত আমি মনে করি’।
অনেকদিন ধরেই উপস্থাপক রাফসানের বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হচ্ছেন জেফার। প্রেমের গুঞ্জন নিয়েও আলোচনা-সমালোচনা চলছে সব মহলেই। সে প্রসঙ্গ ধরে জেফার বললেন, ‘আমাদের দুজনকে নিয়ে যেসব গুঞ্জন চলছে, সেগুলো নিয়ে আমার কিছুই বলার নেই। আপনারাই আমাকে বিয়ে করিয়ে দিচ্ছেন, আমাকে মা বানিয়ে দিচ্ছেন। এসব বিষয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’
সম্প্রতি থাইল্যান্ডেও আপনাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে, কেন? জানতে চাইলে জেফার বলেন, ‘দেখেন, গোপনে এক ভক্ত আমাদের ছবি ধারণ করে সেটা ফেসবুকে ছড়িয়ে দেয়। এটা নিয়ে কি আমাদের কিছু বলার থাকতে পারে? আমরা পাবলিক ফিগার ঠিক আছে, তাই বলে আমাদের ব্যক্তিগত জীবন কি থাকতে পারে না? আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে আপনারা নানা কিছু ভাবছেন, বিভিন্ন রকম গল্প তৈরি করছেন। আমি সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিন।’
আলোচনা-সমালোচনা কীভাবে দেখেন জেফার? এ বিষয়ে তিনি ব্যথিত, বেদনার্ত ও মানুষের মানসিকতা নিয়ে আহত। এমনটাই জানিয়ে জেফার বললেন, ‘মাঝে মাঝে খুব হাসি পায়। মানুষ এগুলো কোথা থেকে পায়, আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে।’
দিলীপ কুমারের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জয়!দিলীপ কুমারের স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জয়!
নতুন বছরে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চান, কাজের ধরন ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে বললেন, ‘নতুন নতুন কাজ করে অভিজ্ঞতা বাড়াতে চাই। কখনোই প্ল্যান করে কোনো কাজ করিনি। যেটা ভালো মনে হয়েছে, সেটাই করেছি। বছর তো প্রায় শেষ। দেখা যাক নতুন বছরে কী করা যায়। জানানোর মতো হলে অবশ্যই আপনাদের জানাব।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.