খেলাধুলা ডেস্ক:
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ সিং। এবার তার সামনে দারুণ এক স্বীকৃতির হাতছানি। টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাঁহাতি এই পেসার।
সেরার লড়াইয়ে আরও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
আর্শদীপ ২০২৪ সালে ১৮ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৬ উইকেট। যা এক বছরে টি-টোয়েন্টিতে ভারতীয় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ২০২২ সালে ভুবনেশ্বর কুমার নিয়েছিলেন ৩৭ উইকেট।
কনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ দেখতে চান তামিমকনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ দেখতে চান তামিম
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শুরুতে মার্করাম, পরে ১৩তম ওভারে ডি কককে ফিরিয়ে ভারতকে লড়াইয়ে রাখেন। ১৯তম ওভারে তিনি দেন মাত্র ৪ রান। তাতে চাপে পড়ে শেষ পর্যন্ত ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা।
বছর জুড়ে দারুণ পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ২৪ ম্যাচে রান করেছেন ৫৭৩। গড় ২৮.৬৫। আছে অপরাজিত ১৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস। এছাড়া বল হাতেও নিয়েছেন ২৪ উইকেট।
উদযাপনের রহস্য জানিয়ে নিতিশ বললেন ‘দেখছিলাম, বাবা কাঁদছে’উদযাপনের রহস্য জানিয়ে নিতিশ বললেন ‘দেখছিলাম, বাবা কাঁদছে’
পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম ২৪ ম্যাচে করেছেন ৭৩৮ রান। গড় ৩৩.৫৪। বাবর ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয়টি ফিফটি করেছেন।
অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে করেচেন ৫৩৯ রান। গড় ৩৮.৫। এক ক্যালেন্ডার বর্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন হেড।
পেরেরা ঢাকার ক্যাপ্টেন; আর লিটন হলেন ‘মেইন ম্যান’পেরেরা ঢাকার ক্যাপ্টেন; আর লিটন হলেন ‘মেইন ম্যান’
২০২৪ সালের সেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের বর্ষসেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.