বিনোদন ডেস্ক:
বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তরুণ মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। শুক্রবার (২৭ ডিসেম্বর) সালমান আহমেদের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলশান আজাদ মসজিদে। দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময়।
এর আগে গণমাধ্যমকে উর্বী বলেছিলেন, সালমান আহমেদের সাথে তার পেশাগত কাজের সূত্রেই পরিচয়। একসময় তাদের বন্ধুত্ব তৈরি হয়। এরপর বিয়ের প্রস্তাব দেন উর্বীকে।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন উর্বী। ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.