ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার সামনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন টেকনাফের এক ব্যক্তি। এ সময় মোবাইল ফোন, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই হয়। ভুক্তভোগীর নাম নুরুল হক,সে টেকনাফ উপজেলার মেটপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার সামনে মেইন রোড আলোছায়া স্টুডিও'র সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলার মেটপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী নুরুল হক জানায়, এক কোম্পানির জব ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ (লিংক রোড ছেমন আরা মেডিকেল সেন্টার) সম্পন্ন করে শহরে ঢুকে প্রয়োজনীয় কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা পথে ঘটনাস্থল কক্সবাজার পৌরসভার সামনে একদল ছিনতাইকারীর কবলে পড়েছে।
তিনি বলেন, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আচমকা তার গায়ে ধাক্কা দেয়। এসময় তার দিকে ফিরে থাকাতেই বলে ওঠে, এই তোর বাড়ি কই। এদিক ওদিকে কি দেখছ, পথ দেখে হাঁটতে পারোনি। আমাকে চিনোছ, তোর কাছে অবৈধ জিনিস আছে। তোর বডি চেক করতে হবে, সাইডে আই বলে পকেটে হাত দিয়ে মোবাইল ও মানিব্যাগ, একটি কাগজের খাম নিয়ে ফেলেন। খামের মধ্যে আমার পাসপোর্ট সহ ভিসা সংক্রান্ত জরুরী কাগজপত্র দেখে তা ফেরত দিয়ে বলেন, তোকে শাস্তি পেতে হবে। আমাকে বলে মোবাইল, মানি ব্যাগ আমার কাছে রাখছি। তুমি ওই ডিসি অফিসের সামনে পর্যন্ত গিয়ে আবার দ্রুত ফিরে আসবি। আজ তোমার শাস্তি এটাই। এরপর আমি কিছুদূর গিয়ে ফিরে দেখি ওখানে কেউ নেই। আমি তাদেরকে প্রশাসনের লোক বলে মনে করে ভয় পেয়েছিলাম। তারা ৪-৫ জন ছিল। পরে এক ব্যক্তিকে ঘটনা সম্পর্কে জানালে তার ফোন থেকে কল করলে আমার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নুরুল হক হেঁটে ৬ নম্বর রাস্তার মাথা/ বনবিভাগের মোড় থেকে টমটমযোগে কলাতলী গিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি সদর থানার মাথার সামান্য পূর্বে স্টুডিও'র সামনে পৌঁছালে শহরের চিহ্নিত ছিনতাইকারী চক্রের লিডার জাহাঙ্গীর আলম প্রকাশ জোরকি জাহাঙ্গীর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আলমের ভাই মাবুসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী পথরোধ করে কৌশলে ভুক্তভোগীর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ খাঁন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। আশাকরি দ্রুত একটা ফলাফল পাব।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.