ভয়েস নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। তিনি বলেন, একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের উপরে দেবে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে জনগণ একটু হ্যারেসমেন্ট হয়, পেতে দেরি হয়; রোহিঙ্গাদের জন্য এটা ওঠানো যাচ্ছে না। বাট এটা (হয়রানি) আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নেই।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, যদি দেখা যায়- শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব। কিন্তু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। পুলিশ রিফর্মস কমিশনের সুপারিশ যদি থাকে, তাহলে তখন অন্য কথা।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে- বিদেশি অনেকে আছেন, যাদের ভিসা নেই। তারা থাকছে, চাকরি করছে। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা নিতে হবে। এরপর না হলে আইনগত ব্যবস্থা নেব। এখনও যারা আছে, তারা ধরা পড়লে বিদেশে পাঠিয়ে দেব।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.