ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে বিপাকে পড়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। স্থানীয় মোজাহিদুল ইসলাম বাপ্পির নেতৃত্বে একদল লোক তার উপর হামলার চেষ্টা করে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। জানা যায়, মোজাহিদুল ইসলাম বাপ্পি (২২) পেকুয়া সদরের স্থানীয় হরিণাফাঁড়ী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে। অভিযানে যাওয়া নুর পেয়ারা বেগমকে হেনস্থার পাশাপাশি বদলির হুমকি দেয় সে।
এদিকে, অভিযানকালে একটি এস্কেভেটর জব্দ এবং সাঈদী রহমান নামে একজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে মাটি কেটে টপসয়েল নষ্ট করার বিরুদ্ধে অভিযান করতে গিয়ে বাপ্পিসহ কয়েকজন মারমুখী আচরণ করতে থাকে। পরে আরও পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। এছাড়া সেনাবাহিনীর একটি দল টহলে থাকে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.