বিনোদন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং উবার চালকের রহস্যজনক আচরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। মঙ্গলবার উবারে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে হাতিরঝিলে অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে ঝাঁপ দেন এই নায়িকা।
সেই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন অভিনেত্রী। এবার সেই গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। তিনিও একজন নায়িকা!
বিষয়টি নিয়ে গণমাধ্যমে রুবিনা বলেন, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রিরই একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এ ঘটনায় তিনি জড়িত কিনা, তা এখনো বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।
এই অভিনেত্রী আরও বলেন, ‘চালকের খোঁজ পাওয়া যাবে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। গাড়ির মালিকের কাছে চালকের যেসব তথ্য আছে, তা নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে।’
গত মঙ্গলবার দুপুরে রুবিনার সঙ্গে অপ্রীতিকর সেই ঘটনাটি ঘটে। রাতেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি। পাশাপাশি ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদতে দেখা যায় তাকে।
ঘটনার বর্ণনা দিয়ে ওই পোস্টে রুবিনা লেখেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে। যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং উবারে কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।
‘মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, চুপ থাক। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই’, যোগ করেন রুবিনা।
প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপস্টিক’সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে তাকে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.