ভয়েস প্রতিবেদক:
টেকনাফ জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে এপিবিএন।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, ‘তোহা তার বসতবাড়িতে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তোহা ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২ নম্বর আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ তার গ্রুপের অন্যন্যদের আটকে তৎপরতা অব্যাহত রয়েছে’।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.