খেলাধুলা ডেস্ক:
দীর্ঘ নাটকের অবসান হলো—১২ বছর পর সান্তোসে ফিরলেন নেইমার! ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, আল হিলাল ছেড়ে ছয় মাসের চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী মহাতারকা।
নেইমারের সান্তোস প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে ৫ ফেব্রুয়ারি, তার জন্মদিনে! ঐতিহাসিক ভিলা বেলমিরো স্টেডিয়ামে পলিস্তারো টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস।
সান্তোস ২০২৪ মৌসুমে ব্রাজিলিয়ান সিরি-আতে ফিরেছে, যেখানে নেইমার হতে যাচ্ছেন ক্লাবটির মূল তারকা। প্রাথমিক চুক্তি ছয় মাসের হলেও ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করবে ক্লাবটি।
২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে গুরুতর চোটের কারণে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন, গোল করেছেন একবার, সঙ্গে দুটি অ্যাসিস্ট।
নেইমারকে কোচ জর্জ জেসুস ২০২৪/২৫ মৌসুমের সৌদি প্রো লিগের স্কোয়াডে রাখেননি। ফলে তিনি মাত্র দুইটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পেরেছেন আল-আইন ও এসতেগলালের বিপক্ষে।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল ও ৬৩ অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ছয়টি ট্রফি—
কোপা লিবের্তাদোরেস (২০১১)
রেকোপা সুদামেরিকানা (২০১২)
কোপা দো ব্রাজিল (২০১০)
তিনটি পলিস্তা চ্যাম্পিয়নশিপ (২০১০, ২০১১, ২০১২)
এরপর ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ী গড়ে ফুটবল বিশ্ব কাঁপিয়েছিলেন নেইমার। বার্সেলোনার হয়ে জিতেছেন—
দুইবার লা লিগা
একবার চ্যাম্পিয়নস লিগ
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার।
সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা নেইমারের প্রত্যাবর্তনে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন, 'সময়ের অপেক্ষা শেষ, নেইমার! তোমার মানুষ, তোমার ঘর, তোমার প্রিয় ক্লাব তোমার জন্য অপেক্ষা করছে। এসো, আবার সুখ খুঁজে নাও সান্তোসের জার্সিতে!'
ভক্তদের জন্য ৫ ফেব্রুয়ারি হতে চলেছে এক আবেগঘন দিন, যেখানে দীর্ঘ ১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরবেন নেইমার!
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.